সিসিডির উদ্যোগে শ্যামনগরে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: সিসিডিবি কর্তৃক পরিচালিত স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের অর্থায়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০ টায় সিসিডিবির মুন্সীগঞ্জ অফিস থেকে চলতি বছরে ৩০ টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। প্রত্যেকটি ছাগল স্থানীয় হাট থেকে উপকার ভোগীর মতামত ও পছন্দের ভিত্তিতে সিসিডিবি এর কর্মকর্তাদের উপস্থিতিতে ক্রয় করে তাদের মাঝে বিতরণ করা হয়।
উপকারভোগীরা বলেন “এই ছাগল পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। আমরা অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করব, যার মধ্য দিয়ে আগামী দিনে আমার পরিবারের জন্য বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহার করতে পারি, সে বিষয়ে আমরা সচেতন থাকবো”।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মি. তাপস সরকার, সিসিডিবির উপজেলা কোঅর্ডিনেটর মি. সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন সহ প্রকল্পের সকল কর্মচার বৃন্দ।