তালাসাতক্ষীরা জেলা

তালায় সদ্য যোগদানকরী ইউএনও দীপা রাণী সরকারের সাথে পানি কমিটির মতবিনিময়

সেকেন্দার আবু জাফর বাবু, তালা: তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সাথে মতবিনিময় করেছেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান। এসময় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে করণীয় বিষয়ক স্বরণীকা ও পুস্তিকা প্রদান করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদীন, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন সহ উপজেলা পানি কমিটির নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক বলেন, তালা উপজেলা সহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে জলাবদ্ধতা নিরসনে বেসরকারী উন্নয়ন সংস্থা “উত্তরণ” এর সার্বিক সহযোগীতায় কেন্দ্রীয় পানি কমিটি ও উপজেলা পানি কমিটি ১৯৮৮ সাল থেকে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় উত্তরণের নিজস্ব অর্থায়নে গত বছর কপোতাক্ষ ও শালতা নদীর অববাহিকায় উপজেলার তেতুলিয়া, খলিলনগর, মাগুরা, খলিসখালী, জালালপুর ও খেশরা ইউনিয়নে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নদীর সাথে সংযোগ খাল পরিষ্কার, নেটপাটা অপসারণ ও সংস্কার করেছে। তালা উপজেলা কে জলাবদ্ধতার কবল থেকে বাঁচাতে সকল সংযোগ খাল পরিষ্কার, দখলমুক্ত ও নেটপাটা অপসারণ করা জরুরী বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, সমস্যা সৃষ্টির পরে সমাধান করে লাভ নেই। সমস্যা সৃষ্টির আগেই পদক্ষেপ নিতে হবে। এবিষয় নিয়ে যারা কাজ করে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এখন আমি এলাকা পরিদর্শনে যাচ্ছি। পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *