সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
গাজী হাবিব: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়ন রেজি: ১১৫৫/১১৫৯ এর ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ভোমরা স্থল বন্দর চত্বরে হ্যান্ডলিং শ্রমিক ইউনয়ন ১১৫৫ এর সভাপতি মো. আনারুল ইসলাম গাজীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব।
ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হারুনার রশিদ ও ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক হাফিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, ভোমরা স্থলবন্দর আমদানি রপ্তানীকারক এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইসরাইল গাজী, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা তুফান মন্ডল, জেলা শ্রমিক কল্যান ফেডারেশের সাধারন সম্পাদক আব্দুল গফফর, ভোমরা সি এন্ড এফ এজেন্ট কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মিলন প্রমুখ।
এসময় অনুষ্ঠানের সহযোগী সঞ্চালক শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা স্থলবন্দর মালিক সমিতির ৮৭ এর সভাপতি মোঃ রেজাউল ইসলাম, ভোমরা স্থলবন্দর মালিক সমিতির ৮৬ এর সভাপতি লুৎফর রহমান মন্টুসহ অনেকে।
সাধারণ সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুল ইসলাম, গীতা পাঠ করেন উজ্জল কুমার দে।
উল্লেখ্য, দীর্ঘদিন পরে শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে শ্রমিকদের মাঝে উৎসব মুখর পরিবেশ বিরাজমান লক্ষ্যনীয় ছিল। তবে সভায় বিগত বছরগুলোর হিসাবে ৪ লাখ ৫৬ হাজার টাকার ছেড়া নোট সংক্রান্ত বিষয়ে গরমিল দেখানো হলে সাধারণ সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে সাবেক কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ক্ষমা প্রার্থণা করলে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফসহ অন্যান্য নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তীতে দুই শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ ও ইসরাইল গাজীকে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তাব গৃহীত হয়। শ্রমিকদের কন্ঠভোটে পাশ করা এই নির্বাচন পরিচালনা কমিটি পরবর্তী ২/৩ কার্যদিবসে একত্রে বসে আলোচনা সভার মাধ্যমে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবেন বলে জানানো হয়।