অনলাইনঅপরাধযশোরশার্শা

যশোরে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

হাসানূল কবীর, শার্শা: যশোরের মুরাদগড় বাজার হতে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বারসহ আরিফুল ইসলাম (৩০) ও মোঃ মেহেদী হাসান (২৫) নামে ২ জন পাচারকারীকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। আটক আরিফুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর সদর থানার আব্দুল মালেকের ছেলে ও মেহেদী শার্শা থানার সালতা গ্রামের আব্দুল বারীর ছেলে।

শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার সময় বিজিবি’র একটি টহলদল তাদেরকে আটক করে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল যশোরের মুরাদগড় বাস স্ট্যান্ড হতে ২ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৩.০৯৫ কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার ও ৩টি মোবাইল জব্দ করে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ঢাকার সদরঘাট থেকে এনে যশোরের মহেশপুর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত স্বর্ণের মূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯শ ১৫ টাকা এবং ৩টি মোবাইলের মূল্য ৪৫ হাজার টাকা। সর্বমোট সিজার মূল্য ৪ কোটি ৫৭ লাখ ১৭ হাজার ৯ শত ১৫ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *