তালায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি, তালা: তালায় কালিপদ দাশ (৭৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৫ জুলাই) সকালে তালা সদর ইউনিয়নের খাঁনপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। কালিপদ দাশ খাঁনপুর গ্রামের মৃত কিনারাম দাশের ছেলে।
জানা যায়, শনিবার সকালে বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে লুঙ্গি প্যাচিয়ে সে আত্মহত্যা করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিছুটা অসুস্থ এবং ঋণগ্রস্ত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।