সাতক্ষীরার সীমান্ত থেকেবিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ
সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি
গত ৬ মাসে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর সহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপূল পরিমান ভারতীয় মাদকদ্রব্য আটক করে।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ০১ জানুয়ারি ২০২৫ হতে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২,১৬,৫৬,৭৫০/-(দুই কোটি ষোল লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় সিরাপ, সিলডেনাফিল ট্যাবলেট, অনাগ্রা, কাটাগ্রা ট্যাবেলেট ইনজেকশন ড্রাগসহ বিভিন্ন প্রকার মদ আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।
দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।