বেনাপোলে ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ড্রাইভার আটক
হাসানূল কবীর, শার্শা: যশোর বেনাপোল স্থলবন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে সার্বিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বোচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা। আটক বোচারাম ভারতের উত্তর ২৪ পরগনা জেলাধীন বনগাঁও থানার কলোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রমাণিকের ছেলে।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার সময় তাকে আটক করা হয়।
আনসার ব্যাটালিয়ন বন্দর ক্যাম্পের প্লাটুন কমান্ডার এইচ এম হেলাল উদ্দীন জানান, ভারতীয় একজন ট্রাক ড্রাইভার বাংলাদেশী পাসপোর্টসহ বন্দর টার্মিনাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় আনসার সদস্যদের নিয়ে টার্মিনাল এলাকায় অভিযান চালাই এবং ভারতীয় ট্রাক (ডাব্লিউ-২৫ এফ-৪৩১০) থেকে বোচারাম প্রামাণিক নামে একজন ড্রাইভারকে আটক করি। পরে তার ব্যাগ তল্লাশি করে সার্বিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। বিষয়টি বন্দর পরিচালককে অবহিত করা হয়েছে এবং এবিষয়ে আটক আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।