আশাশুনির পিএনএফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের কমিটি গঠন
স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলার পারিশামারি পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের দুই বছরের জন্য কার্যনির্বাহ কমিটি (২০২৫-২৭) গঠন করা হয়েছে। সকলের সম্মতি ক্রমে বিচিত্র কুমার বাছাড়কে সভাপতি ও ডা. মিনাক কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুশান্ত সরকার,অজিত কুমার মন্ডল,তাপস কুমার গাইন ও গুরুদাশ মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রায়, সাংগঠনিক সম্পাদক তারক চন্দ্র মন্ডল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক,তাপস কুমার মন্ডল ও মোঃ তৈয়বুর। কোষাধ্যক্ষ সরোজিত কুমার সরকার, সহ-কোষাধ্যক্ষ প্রত্যয় রায়, প্রচার ও দপ্তর সম্পাদক এ.কে.এম নাজমুল হোসেন, সহ-প্রচার ও দপ্তর সম্পাদক হিরামন মন্ডল, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মোখলেছুর রহমান সহ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জয় রায়, তথ্য ও যোগাযোগ সম্পাদক মলয় রায়, সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক মোহন্ত কুমার গাইন, সমাজ কল্যান সম্পাদক মোঃ ওমর ফারুক সহ-সমাজ কল্যান সম্পাদক সাইদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রনব কুমার মন্ডল, সহ- শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আবুজার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক অনামিকা রায়, সহ-মহিলা বিষয়ক সম্পাদক মাহিরা সুলতানা।
এছাড়া কার্যনির্বাহী সদস্যার হচ্ছেন, প্রনব কুমার বাছাড়, ধনঞ্জয় মন্ডল, দিলীপ কুমার হালদার, উমা রানী, মদন কুমার মাঝি, মোঃ রাসেল হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ শাহীনুর ইসলাম, মিঠুন রায়, মিলন কুমার মন্ডল সৌরভ রায়, দিবাকর রায়, হিমাদ্রি মন্ডল, ঘনশ্যাম মন্ডল ও তুন্নি ইসলাম।
একই সাথে পত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অখিল কৃষ্ণ সানা কে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়। অন্য উপদেষ্টার হলেন, নির্মল চন্দ্র বাছাড়, তপন কুমার গাইন, সুকুমার মন্ডল, মনিন্দ্র নাথ মন্ডল, অরূণ কুমার মন্ডল, কৃষ্ণপদ রায়, বিরাজ মোহন রায়, তারক চন্দ্র রায়, বিকাশ চন্দ্র রায়, সুকুমার রায়, গোবিন্দ লাল বাছাড়, তুষার কান্তি রায়, ইয়াকুব আলী সরদার, মোঃ রমজান আলী ও মুকুন্দ কুমার বাছাড়।
এর আগে আশাশুনি উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “পি.এন.এফ ধনীরাম মাধ্যমিক বিদ্যালয় অ্যালমনাই এসোসিয়েশন” গঠন করা হয় এবং উপরোক্ত কমিটি অনুমোদন করা হয়।