অনলাইনকৃষিসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সৌন্দর্য বৃদ্ধিতে প্রাণসায়ের খালপাড়ে ব্র্যাক ইউডিপির বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার: “প্লাস্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই স্লোগান কে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস’২৫ উপলক্ষে ক্লাইমেট ব্রিজ ফান্ড (CBF)-এর অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকালে শহরের বুক চিরে প্রবাহিত প্রাণসায়ের খালপাড়ের সৌন্দর্য বৃদ্ধিতে প্রধান অতিথি থেকে বৃক্ষের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব প্রমুখ।

এসময় জুনিয়র ইঞ্জিনিয়ার মোসাদ্দেকুর রহমান ও সুব্রত দেব, অফিস সহকারী মোখলেসুর রহমান, কমিউনিটি ভলান্টিয়ারবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির আওতায় ক্লাইমেট ব্রিজ ফান্ড (CBF)-এর অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামে কেস্টময়রার ব্রীজ হতে পাকাপুল পর্যন্ত প্রাণ সায়ের খালপাড়ে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কৃষ্ণচূড়া ও বকুল গাছ রোপণ করা হয় এবং গাছগুলোর সুরক্ষায় বেষ্টনি স্থাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *