শার্শার বাগআঁচড়ায় ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারীর মাঝে চাউল বিতরণ
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা উপজেলাধীন ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদে ২ বছর মেয়াদী ৩০৮ জন ভিডব্লিউবি কার্ডধারী দুস্থ-অসহায় নারীকে সম্পূর্ণ বিনামূল্যে চাউল বিতরণ করা হয়।
রবিবার (২৯জুন) সকাল ৯টায় বাগআঁচড়া ইউনিয়ন পরিষদে এই চাউল বিতরণ কর্মসূচী শুরু হয়।
দীর্ঘ ছয় মাস পর ভিডব্লিউবি কার্ডধারী প্রত্যেক নারীকে মাসিক ৩০ কেজি হারে ৬ মাসের ১৮০ কেজি চাউল প্রদান করা হয়। বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব মোঃ শাহরিয়ার মাহমুদ রনজুর তত্ত্বাবধানে উক্ত চাউল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার জনাব মোঃ অজিয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সচিব, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারি ইনচার্জ জনাব এসআই ইমদাদ, এসআই লিটন; বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি জনাব আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির ও সদস্য সোহেল আল মামুন রাজু; বাগআঁচড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশবৃন্দ।