অনলাইনকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের  সম্মেলন কক্ষে’উইথ ফর সুন্দরবন’-এর আয়োজনে এবং ‘রূপান্তর’-এর সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলা রূপান্তরের সদস্য সচিব মারুফ হোসেন সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ডা.শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক শিমুল হোসেন সহ অন্যরা।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সকল সদস্য,রুপান্তরের প্রতিনিধিরা এবং বিভিন্ন পর্যায়ের অতিথি সহ সাংবাদিকবৃন্দ।পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে অনুষ্ঠানে বৃক্ষরোপণ করা হয় এবং নাজিমগঞ্জ  বাজারের দোকানে পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *