কালিগঞ্জের নলতায় বন্ধু বিরিয়ানী হাউজ ও রান্নাঘর রেস্টুরেন্টকে জরিমানা
এসএম গোলাম ফারুক/তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত দুটি খাবার হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (২৯ জুন) দুপুর ১টার দিকে কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাসের নেতৃত্বে এবং বিজিবির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নূর হোসেনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, নলতার ‘রান্নাঘর’ ও ‘বন্ধু বিরিয়ানি হাউজ’ দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে ক্রেতাদের পরিবেশন করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে উপস্থিত কর্মকর্তারা হোটেল দুটির রান্নাঘরের নোংরা অবস্থা, খাবারের অস্বাস্থ্যকর প্রস্তুতি ও পরিবেশনে অনিয়ম দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
‘রান্নাঘর’ হোটেলের মালিক মাহবুবুর রহমান ও আবুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ‘বন্ধু বিরিয়ানি হাউজ’-এর মালিক কোরবান আলী ও ইয়াকুব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
তবে অভিযানের সময় অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাদের কারাদণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযান পরিচালনাকালে নীলডুমুর ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, সাধারণ জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।