রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠনের কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌর বিএনপির ৯টি ওয়ার্ডে সার্চ কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ডের গণমুখী ক্লাবের সামনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক এড. রহমাতুল্লাহ পলাশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ডা. মো. মনিরুজ্জামান, সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর বিএনপির আহ্বায়ক মাছুম বিল্লাহ শাহীন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামু, বিএনপি নেতা আসিফুর রহমান তুহিন, মো. শের আলী প্রমুখ।

পরে দিনব্যাপী নেতৃবৃন্দ সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সার্চ কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই সার্চ কমিটি গঠন করা হচ্ছে।

দলের সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করতে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই কমিটি গঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই কার্যক্রমের মধ্য দিয়ে পৌর বিএনপিতে নতুন গতিশীলতা সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *