সাতক্ষীরার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করলেন জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিকাল ৪টায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন ও লাবসা ইউনিয়ন পরিষদের আয়োজনে লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে ঘোষণা করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৭টি গ্রামের মধ্যে লাবসা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করেন সাতক্ষীরার জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন পরিষদের টানা ৩৭ বছরের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম, সাতক্ষীরা সদর থানার ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জি এম আজিজুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাবসা পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক শেখ মাসুদ আলী, লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছপিয়ারা খাতুন, রাজশাহ ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মো. ফারুক হোসেন, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, লাবসা ইউনিয়নের ইউনিয়নের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, কাজী মনিরুজ্জামান মনি, ইউপি সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে লাবসা ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন। এ সময় লাবসা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লাবসা ইউনিয়নের অসংখ্য জনগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী আবু হেলাল।