অনলাইনফিচারসদরসাতক্ষীরা জেলাসাহিত্য

সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাহিত্য শুধু শব্দের খেলা নয়, তা হয়ে ওঠে সমাজের দর্পণ, সময়ের সাক্ষী। সেই চেতনা ধারণ করে সাতক্ষীরার সাহিত্য অনুরাগীদের প্রিয় মুখ, ‘সাহিত্যপাতা’ পত্রিকাটি এগিয়ে চলেছে সাহিত্য সাধনার এক নিরবিচার যাত্রাপথে। এই পথচলায় এবার যুক্ত হলো এক নতুন অধ্যায়—পত্রিকাটির নতুন অফিস উদ্বোধন।

শনিবার (২৮ জুন ২০২৫) বেলা ১২টায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে এক অনাড়ম্বর কিন্তু উজ্জ্বল আয়োজনের মধ্য দিয়ে নতুন অফিসের উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। প্রধান অতিথির উদ্বোধনী ঘোষণার সঙ্গে সঙ্গে একঝাঁক তরুণ সাহিত্যপ্রেমীর চোখে-মুখে ছড়িয়ে পড়ে নতুন সম্ভাবনার আলো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ শফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন সাহিত্যপাতার সভাপতি সাকিবুজ্জামান।

সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা ও সংস্কৃতিচর্চার এক অপূর্ব সম্মিলন ঘটে। আন্তরিক ও অন্তর্মুখী এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্যপাতার সহ-সভাপতি ও দৈনিক যায়যায়কাল পত্রিকার স্টাফ রিপোর্টার এসএম আশরাফুল ইসলাম এবং দৈনিক ভোরের চেতনার ক্রাইম রিপোর্টার আব্দুর রশিদ, দৈনিক একুশে সংবাদের সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ আলী, দৈনিক চিত্র-এর প্রতিনিধি হাফেজ কামরুল ইসলাম, সাংবাদিক জি.এম আবু জাফর, সাহিত্যপাতার মহিলা বিষয়ক সম্পাদক সুরাইয়া খাতুন, সদস্য মোঃ আব্দুল্লাহ, মোঃ ইউনুস আলী, জি.এম আবু সাঈদ সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও লেখকগণ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহারুল ইসলাম বলেন, “সাহিত্যপাতা কেবল একটি পত্রিকা নয়, এটি একটি স্বপ্নের নাম – যেখানে শব্দেরা গেঁথে যায় বিবেক, মানবতা ও সৃষ্টিশীলতার মালায়। আমি বিশ্বাস করি, এধরনের সাহিত্যভিত্তিক উদ্যোগ তরুণ প্রজন্মকে মানবিক ও সচেতন নাগরিক হয়ে উঠতে সহায়তা করবে।” আলোচনা শেষে কেক কেটে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আয়োজনের পর্দা নামে।

উল্লেখ্য, www.sahityapata24.com ঠিকানায় অনলাইনেও নিয়মিত প্রকাশিত হচ্ছে সাহিত্যপাতার লেখা। কবিতা, গল্প, প্রবন্ধ, ব্যঙ্গরচনা, অনুবাদ ও শিশু সাহিত্যের মধ্য দিয়ে এই পত্রিকাটি ইতোমধ্যেই পাঠকমহলে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *