অনলাইনঅপরাধরাজনীতিসদরসাতক্ষীরা জেলা

দলীয় কার্যালয় ভাঙচুর ও নেতাদের লাঞ্ছিতের অভিযোগে বিএনপির ২ নেতা সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দলীয় কার্যালয়ে ভাঙচুর, নথি লুটপাট এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কসহ দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৮ জুন) সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৩ নং ওয়ার্ড সার্চ কমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুন সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির যাচাই-বাছাই কার্যক্রম চলছিল। এ সময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির নেতৃত্বে কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও মনোনয়ন ফরম লুটপাট করা হয়।

এতে আরও অভিযোগ করা হয় যে, হামলাকারীরা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও যাচাই-বাছাই কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক টিমের সদস্য শেখ এবাদুল ইসলামসহ সার্চ কমিটির অন্য সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।

এই ঘটনাকে দলীয় নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের সামিল উল্লেখ করে অভিযুক্ত মনিরুজ্জামান মনি এবং মাসুম বিল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ নিয়ে সাতক্ষীরায় উভয় পক্ষের কর্মী সমার্থকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পক্ষে-বিপক্ষে বিভিন্ন মন্তব্য সম্বলিত পোস্ট দেখা যাচ্ছে। বিএনপি দলীয় অনেকে এটিকে পূর্ব শত্রুতা হিসেবে উল্লেখ করছেন। যা দলীয় ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *