Uncategorizedঅনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

আদালতের নির্দেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ


স্টাফ রিপোর্টার: কামালনগরে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, পলাশপোল মৌজার এস,এ খতিয়ান নং- ৫৭৭, বি,এস খতিয়ান নং- ৪৬৪৫, ২০০০, ৩৯৮৫, ৮৭৩৪, সাবেক দাগ নং- ৩৭২৩, ৪৯১৫, ৫১২৬, ১১৫৭৮, মোট ১ একর ২৭ শতক জমি নিয়ে দ্বন্দ্ব বাধে শহরের কামালনগর এলাকার মৃত. নেছার সরদারের ছেলে আবুল হাসানের সাথে একই এলাকার মৃত. নিয়ামুদ্দীন সরদারের ছেলে নূরুল ইসলাম, নূরুল হক, নূরুজ্জামান, নূরুল হুদা ও আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার নজরুল ইসলাম, রেজাউল ইসলামের। এঘটনায় মৃত. নেছার সরদারের ছেলে আবুল হাসান সাতক্ষীরার অতিরিক্ত সহকারী জজ আদালতে একটি মামলা করেন। যার মামলা নং- দেং-৪৭৩/২০২১। মামলা চলাকালীন সময় মৃত. নিয়ামুদ্দীন সরদারের ছেলে ও আব্দুর রহমানের ছেলেরা ওই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করে। পরবর্তীতে মামলায় স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হলে বিচারক গত ২৬ জুন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। যার নং- ১৪৪৮/২৬.০৬.২৫। এদিকে, অস্থায়ি নিষেধাজ্ঞার পরেও বিবাদীরা শনিবার (২৮জুন) ওই জমিতে পূর্ণ দমে বিনা বাঁধায় ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে বাদী আবুল হাসান নির্মাণ কাজ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *