অনলাইনসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরা মেডিকেলে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবীনবরণ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা মেডিকেল কলেজের (এসএমসি) নবাগত এসএমসি-১৪ ব্যাচের এমবিবিএস শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

এদিন ফুলেল সংবর্ধনার পাশাপাশি উপহার হিসেবে সিরামিকের মগ, কলম, মুসলমান শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআন, সাহিত্য এবং ফার্স্ট প্রফের প্রশ্নব্যাংক দিয়েছে সংগঠনটি।

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী মোরশেদুল ইসলাম নাইম বলেন, ‘এসএমসি-১০ ব্যাচ থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে নানা কাজ করে আসছি আমরা। এরই ধারাবাহিকতায় এসএমসি-১৪ ব্যাচের শিক্ষার্থীদের আমরা বরণ করে নিয়েছি।’

মোরশেদুল ইসলাম জানান, নবীনবরণের পাশাপাশি শিক্ষা সফর এবং বৃক্ষরোপণ কর্মসূচিও আয়োজন করে থাকে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নিজস্ব বোনস ব্যাংকও রয়েছে সংগঠনটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *