কালিগঞ্জের গোবিন্দকাটিতে জাঁকজমকপূর্ণ রথযাত্রা ও সার্বজনীন মেলা উদযাপন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটিতে ধর্মীয় উৎসবের মহামিলন ঘটেছে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। শুক্রবার (২৭ জুন) সকাল থেকে হাজারো ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়।
রথযাত্রার ঐতিহ্যবাহী রথ গাড়ি নানা বর্ণিল সাজে সজ্জিত হয়ে এলাকাজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে। প্রভাতেই শুরু হওয়া শোভাযাত্রা স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুপুরের পর থেকে গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় সর্বজনীন মেলা, যেখানে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবের আনন্দ বহুগুণে বৃদ্ধি পায়।
উৎসব উপলক্ষে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন রথযাত্রা কমিটির সভাপতি সুধাকার বিশ্বাস, সাধারণ সম্পাদক সুভাষ সরকার, মন্দির কমিটির সভাপতি আনন্দ কুমার গাইন, শিক্ষক নিধভূষণ সরকার, তন্ময় সরকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
মেলা কমিটি ও ভক্তবৃন্দরা জানান, এ আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সামাজিক মিলনমেলাও বটে। প্রতিবছর এই রথযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা আরও জানান, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণভাবে উৎসব সম্পন্ন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত।