সুপ্রভাতের প্রয়াত সম্পাদক আনিসের পিতার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
প্রেস বিজ্ঞপ্তি: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সদস্য একেএম আনিসুর রহমানের পিতা, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব মো. আজিজুর রহমান (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সাতক্ষীরার সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একইসঙ্গে তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য খালিদ হাসানের দাদা ছিলেন। বাদ যোহর মরহুমের জানাজার নামাজ সাতক্ষীরা শহরের পারকুখরালীতে নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় স্বাক্ষর করেছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য এডভোকেট খায়রুল বদিউজ্জামান, অধ্যাপক আবু তালেব, কাজী জামালউদ্দীন মামুন, আব্দুস সামাদ ও আসাদুজ্জামান সরদার।