নদী ভাঙন প্রতিরোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে মালঞ্চ নদীর চরে বনায়ন কর্মসূচী
জি এম আব্দুল কাদের, শ্যামনগর: শ্যামনগর উপজেলর সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীর চরে ১ একর ৪৪ শতক চরে লিডার্স ও ইউনিভার্সিটি অফ লিভারের আটস বাংলাদেশ (ইউলব) এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র্য রক্ষা এবং বাঁধ সংরক্ষণের কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আওতায় স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে চরের পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচির উদ্বোধন করেন লিডার্স-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেন।