কালিগঞ্জে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাদের গণসংবর্ধনা
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে উপজেলা পর্যায়ের সাতটি কলেজের নবগঠিত ছাত্রদল কমিটির নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে কালিগঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে আয়োজিত এ অনুষ্ঠান ঘিরে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে নেতাকর্মীদের স্লোগানে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান আমিন।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শেখ মনিরুল ইসলাম মনু, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান হাবিবুল্লাহ, জুলফিক্কার আলী সাঁপুই, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাসক সাইফুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শোকর আলী, বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দসহ শতাধিক নেতা-কর্মী।
অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির নেতাদের সংগঠন শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, “আসন্ন সময় ছাত্রদলের জন্য গুরুত্বপূর্ণ, সবাইকে ঐক্যবদ্ধ থেকে নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।”
বৃষ্টিপাতের মধ্যেও হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি এ আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। এলাকাবাসী এমন আয়োজনকে ইতিবাচকভাবে দেখছেন।