কেড়াগাছীতে ঐক্যবদ্ধ সংগঠনের লক্ষে বিএনপির আলোচনা সভা
মেহেদী সোহাগ: কলারোয়া উপজেলার কেড়াগাছী ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি)র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১, (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।
কেড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ বাবর আলীর সভাপতিত্বে আলোচনা সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করেন, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহবায়ক মাওলানা ইকবাল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার শাহাজান কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরদার মহাসিন, ছাত্রদলের সদস্য বিপ্লব, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার মাহফুজ,
৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছামছুর রহমান, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আবদুল সাদী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিগত ১৭ বছরে আমাদের দলীয় কার্যক্রমে বিভেদ তৈরি হলেও, এখন সময় এসেছে সকল মত-পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করার। এসময় উপস্থিত সকলে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে, বিজয়ী করতে প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও ইউনিয়ন পর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জিয়া।