কালিগঞ্জকৃষিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্প

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জে কেয়ার ফর উইমেন প্রকল্পের উদ্যোগে নারী কৃষকদের অংশগ্রহণে বুট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বেলা ১০ টার দিকে উন্নয়ন সংগঠন স্ট্রীট চাইল্ড’র আয়োজনে এবংবিন্দু নারী উন্নয়ন সংগঠন সহযোগিতায় সুশীলনের কালিগঞ্জ অফিসের হল রুমে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিন্দু নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসমিন উদ্দিন।

এসময় বুট ক্যাম্পে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফিজুর রহমান, প্রথম আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি সুশীলনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমতিয়াজ হৃদয়, ক্রান্ট্রি লিড, স্ট্রীট চাইল্ড, বাংলাদেশ আভাস কেয়ার ফর উইমেন প্রকল্পের প্রকল্প ম্যানেজার মো. এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের এডভোকেসি এন্ড লিয়াযো কো-অর্ডিনেটর মো: ইউনু, উপস্থাপনায় ছিলেন জেন্ডার এন্ড সেইফগ্যাডিং অফিসার, স্ট্রীট চাইল্ড, উপস্থিত ছিলেন বিন্দু এবং আভাসের সকল স্টাফ সাতক্ষীরা, কালিগঞ্জের ভাড়াশিমলা,তারালি,কুশুলিয়া ও চম্পাফুল ইউনিয়নে ২৫টি স্বনির্ভর দল থেকে ৩৫ জন নারী কৃষক নিয়ে এই বুট ক্যাম্প আয়োজন ও বাস্তবায়ন করেছে। যেখানে তাদের কৃষি দক্ষতা বৃদ্ধি, জলবায়ু রেজিলিয়েন্স বৃদ্ধি, টেকসই অনুশীলনকে উৎসাহিত করা, চাষাবাদের তিনটি উদ্ভাবনী ধারণা নির্বাচন, আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে ধারণা প্রদান, জৈব ও টেকসই কৃষি চর্চার কৌশল শেখানো, ডিজিটাল কৃষি ও স্মার্ট ফার্মিং ধারণা তুলে ধরা, কৃষি উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টি, ফলন বৃদ্ধির জন্য কার্যকর পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জীবন জীবিকার-উন্নয়নে সহায়তা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *