কালিগঞ্জে ইয়াবাসহ যুবক আটক
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর হোসেন (৩৩) নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত ওই যুবক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ ছেলে।
থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে থানার এস আই সমীর গাইন সহ সঙ্গীয় ফোর্স শীতলপুর গ্রামের পেয়াদাপাড়া তিন রাস্তার মোড় থেকে ৬১ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, বুধবার (২৫ জুন) সকালে আটকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দেড় হাজতে প্রেরণ করা হয়েছে।