সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারন সম্পাদক নাছির উদ্দীনসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাস চত্বরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিল শেষে কলেজ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সরকারী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি মাসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি শাহ মোহাম্মদ আরাফাত হোসেন রাব্বি, সহ-সভাপতি ফারহানা আফরোজ, ফয়সাল ইকবাল, সাব্বির হোসেন, মোহাম্মদ আকবর হোসেন, সাধারন সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দীন, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদ্ আনারুল ইসলাম সান, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান, ইমরান ফাতাহ ইভান, সাংগঠনিক সম্পাদক মাহিম কবির প্রমুখ।
নবগঠিত কমিটির ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিগত দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে সাতক্ষীরা সরকারী কলেজ ছাত্রদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে বলিষ্ট ভুমিকা পালন করেছে। আগামীতেও তারা কেন্দ্র ঘোষিত দলের প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অগ্রনী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।