রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির জরুরী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মাদ কাদের সাহেব এর হাতকে শক্তিশালী করতে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির আয়োজনে জরুরী সভায় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আশরাফুজ্জামান আশু।

সাতক্ষীরা জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মুনছুর রহমান, সাতক্ষীরা সদর জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক সম্পাদক সাখাওয়াতুল করিম পিটুল, সাতক্ষীরা সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, তালা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, কলারোয়ার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল বাকি, কালিগঞ্জ উপজেলা সভাপতি মাহাবুবুর রহমান, আশাশুনি উপজেলা জাপার সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, দেবহাটা উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, সাতক্ষীরা জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, জাতীয় শ্রমিক পার্টির সাতক্ষীরা জেলা আহ্বায়ক মাগফুর রহমান, স্বেচ্ছাসেবক পাটি জেলা আহ্বায়ক কমল বিশ্বাস, জাতীয় ছাত্রসমাজের নেতা কায়ামুজ্জামান পাভেল।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, জাতীয় পার্টির তালা উপজেলা সহ সভাপতি এস এম জাহাঙ্গীর হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক ও তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা বি এম বাবলুর রহমান,তালা উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,জাতীয় ছাত্রসমাজের সভাপতি মোঃ নজরুল ইসলাম রাজু, জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা আজাদ হোসেন টুটুল, সাতক্ষীরা সদরের যুব সংহতির সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাপি, জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুল রহমান সহ জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, রংপুরের জাতীয় পার্টির পর সাতক্ষীরা জেলায় জাতীয় পার্টির ঘাটি। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়ন করতে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। এসময় বক্তারা যে কোন পরিস্থিতিতে জি এম কাদের এর সকল কর্মসূচি বাস্তবায়ন করতে জেলার সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান করেন। সভায় জাতীয় পার্টির, জেলা,উপজেলা, পৌরসভার সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে জিএম কাদের এর নেতৃত্বে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *