অনলাইনজাতীয়রাজনীতি

পলাশীর ট্রাজেডি আমাদের চেতনার উৎস- মহাসচিব বাংলাদেশ কংগ্রেস

ডেস্ক রিপোর্ট: ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস উপলক্ষে সোমবার (২৩ জুন) রাজধানীর বাংলামটরে বাংলাদেশ কংগ্রেস এর কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় “কংগ্রেস এর মূলনীতি – সুস্থ ধারার রাজনীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলটির মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে আমাদের সামরিক পরাজয় ছিল না, ছিল জাতীয় চেতনার বিরুদ্ধে চরম বিশ্বাসঘাতকতা। মীর জাফরের প্রেতাত্মা আজও রূপ বদলে সক্রিয় রয়েছে। সেই চক্রান্ত রুখতে প্রয়োজন জাতির ঐক্য ও সাহসীকতা।

পলাশীর ট্র্যাজেডি আমাদের ইতিহাসের শোক, শিক্ষা ও সংগ্রামের সূচনা। এটি শুধু অতীত নয়, আজকের বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি ও জাতীয় চরিত্রে এক গভীর চেতনার উৎস। পলাশীর পরাজয় জাতীয় চেতনাবিরোধী বিশ্বাসঘাতকতা। নতুন প্রজন্মকে সত্য, সততা ও দেশপ্রেমের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে চক্রান্ত ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আলোচনা সভা শেষে নবাব সিরাজউদ্দৌলা ও পলাশীর যুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুব ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *