অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে র‍্যাবের অভিযানে সানি মার্কেট থেকে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার- ৩

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার নলতায় র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টায় উপজেলার নলতা বাজারের সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকানে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-ব্রজপাটুলি গ্রামের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন (৩৮), সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২) ও নৈশ প্রহরী অমল সরকার (৫৫)।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানিয়েছেন, ভারত থেকে কালিগঞ্জ উপজেলার নলতায় এক দল চোরাকারবারি অবৈধভাবে ফেন্সিডিলের একটি বড় চালান এনে তা রাজধানী ঢাকায় পাচারের পরিকল্পনার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নলতা বাজার এলাকায় অভিযান চালানো হয়।

এই সময় সানি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে একটি বস্তায় ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ উক্ত তিন জনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। পরে এই ঘটনায় র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *