অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিকজীবনযাপনশ্যামনগরসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

সাতক্ষীরার কৈখালী সীমান্তে ৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

ইসমাইল হোসেন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ এক পরিবারের চার সদস্যকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সীমান্ত এলাকা থেকে এসব বাংলাদেশীদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

শনিবার (২১ জুন) রাতে শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখা এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে এ ৪ বাংলাদেশীকে হস্তান্তর করে বিএসএফ। পরবর্তীতে বিজিবি তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উত্তর কৈখালী কোম্পানি কমান্ডার, নায়ক সুবেদার মোঃ তোফায়েল আহমেদ ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণার ঝিঙ্গা ক্যাম্পের এসি মিনা উপস্থিত ছিলেন।

বিএসএফের হস্তান্তর করা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোঃ নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (দেড় বছর)।

এ বিষয়ে নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য আমরা ভারতের কেরালা শহরে যাই। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় আমি পরিবার নিয়ে সেখানেই থেকে যাই। এসময় আমাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় আমরা কেরালায় অবৈধ হয়ে যাই। পরে আমরা অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের জন্য ভারতের শমশেরনগর সীমান্ত এলাকায় অবস্থান গ্রহন করি। এসময় বিএসএফ আমাদের আটক করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, উক্ত পরিবারটি ডাক্তার দেখানোর জন্য সাড়ে তিন বছর আগে ভারতের কেরালা রাজ্যে যায়। কিন্তু চিকিৎসা করাতে যেয়ে লম্বা সময় ধরে তাদের সেখানে অবস্থান করতে হয়েছিল। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে আত্মসমর্পণ করলে,পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি শনিবার রাত ৮ টার দিকে তাদেরকে শ্যামনগর থানায় হস্তান্তর করলে, পরবর্তীতে কাগজ পত্র যাচাই-বাছাই শেষে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *