কালিগঞ্জ-আশাশুনি সড়কে দুটি ব্রিজ নির্মাণে ধীরগতি: ব্যবসায়িক ভোগান্তি চরমে
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা সদর থেকে তারালী, চাম্পাফুল, কালীবাড়ি হয়ে আশাশুনী পর্যন্ত গুরুত্বপূর্ণ কার্পেটিং সড়কে দুটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। তবে এই দুই প্রকল্পে নেই কাঙ্ক্ষিত গতি।
এর মধ্যে উজিরপুরের হাওড়া নদীর ওপর ব্রিজটির নির্মাণ কার্যক্রম দীর্ঘদিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। অপরদিকে, তারালী বাজারের পুরাতন ব্রিজ ভাঙার কাজ শুরু হলেও, কাজের অগ্রগতি এতটাই ধীর যে সাধারণ মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
রবিবার (২২ জুন) বেলা ১১ টার সময়ে সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এই নির্মাণ বিলম্বের কারণে যাত্রী, শিক্ষার্থী এবং ছোট-বড় ব্যবসায়ীরা মারাত্মক দুর্দশার শিকার হচ্ছেন। যান চলাচলে বিঘ্ন ঘটায় পণ্য পরিবহন কার্যত থেমে গেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায় ধস নেমেছে।
একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,এই অল্প পথেই যেন পেরোতে হচ্ছে একেকটা যুদ্ধ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, প্রকল্প তদারকিতেও রয়েছে গাফিলতি। ফলে প্রতিদিন বাড়ছে ক্ষোভ ও হতাশা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি অবিলম্বে নির্মাণ কাজের গতি বাড়িয়ে জনদুর্ভোগ লাঘব করা হোক। জনস্বার্থে এ প্রকল্প বাস্তবায়নে দরকার আরও বেশি নজরদারি ও দায়িত্বশীলতা।