কালিগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নতুন অফিস উদ্বোধন ও ঈদ পুনর্মিলনী ২০২৫।
শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় এ আয়োজনে সভাপতিত্ব করেন মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ নাজমুল ইসলাম। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মোহোনা শিল্পীগোষ্ঠীর পরিচালক মোঃ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন, সেক্রেটারি মোঃ শহিদুল ইসলাম ঢালী, মথুরেশপুর জামায়াতে ইসলামীর আমীর মোঃ মুনজুর মুরশিদ, সেক্রেটারি মোঃ আজগার আলী, নায়েবে আমীর মোঃ লোকমান হোসেন ও মাওলানা নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মথুরেশপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি শেখ আবু রায়হানসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা ঈদের আনন্দকে কেন্দ্র করে শ্রমজীবী মানুষের কল্যাণে সচেতনতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, পবিত্র ঈদুল আযহার ত্যাগের আদর্শ হৃদয়ে ধারণ করে শ্রমিক সমাজকে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানের সূচনা ও সমাপ্তিতে দিকনির্দেশনামূলক বক্তব্যে শ্রমিক ও নেতৃবৃন্দের মাঝে নতুন অনুপ্রেরণার সঞ্চার ঘটে।