সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এসএম হেদায়েত কবির হৃদয় এবং সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমানের নেতৃত্বে তাৎক্ষণিক একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এই মিছিলটি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে সঙ্গীতা মোড় প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
নবগঠিত এই কমিটির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি এসএম হেদায়েত কবির হৃদয়, সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, সহ-সভাপতি জুলকার নাইন, সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক সামির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবনির্বাচিত কমিটির নেতারা জানান, তারা সিটি কলেজে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ ছাত্রদলের নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারেক রহমানের নেতৃত্বে দেশগঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন।