খুলনায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার-৪
খুলনা সংবাদদাতা: খুলনা মহানগরের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন বুলবুলসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। অভিযানে তাদের থেকে দেশি-বিদেশি অস্ত্র এবং ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২১ জুন) দুপুরের দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন, নগরের টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল, যুবদল নেতা শেখ তৌহিদুর রহমান ও তার ছেলে শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মো. আরিফ হোসেন।
কেএমপি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা সদর থানা পুলিশ টুটপাড়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি, একটি রিভলবার, একটি শটগান ও চারটি গুলি, ১০৫ পিস ইয়াবা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা অবৈধ অস্ত্র দিয়ে সাম্প্রতিক সময়ে অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা, এসবের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।