অনলাইনজীবনযাপনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ট্রেনিং

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে শিক্ষক ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশাসনিক ও অফিস ম্যানেজমেন্ট বিষয়ক ইন হাউজ ট্রেনিং ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

টিএসসির অধ্যক্ষ ও কোর্স পরিচালক মোহাম্মদ ফেরদৌস আরেফিন এর সভাপতিত্বে চলতি দায়িত্ব, অতিরিক্ত দায়িত্ব, লিয়েন প্রেষন ও দাপ্তরিক টেলিফোন নীতিমালা ২০২৪ বিষয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন কোর্স কো-অর্ডিনেটর চীফ ইনস্ট্রাক্টর রঞ্জন কুমার সরকার, চীফ ইন্সট্রাক্টর এসকে আব্দুল আলিম, ইন্সট্রাক্টর যথা মো. মাহবুবুর রহমান, ইন্সট্রাক্টর মো. আনিসুর রহমান, মো. আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান,মো. মোস্তফা বাকী বিল্লাহ, রুদ্র চৌধুরী, মো. আসাদুজ্জামান, মো. শরিফুল ইসলামসহ সকল পর্যায়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণ কর্মশালা সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে।

এসময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, এই প্রশিক্ষণটি প্রশাসনিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া কর্মকর্তাদের কর্মপরিবেশ উন্নয়নে সহায়তা করবে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *