কালিগঞ্জ কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি তাজ, সম্পাদক ওমর ফারুক
ভ্রাম্যমান প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন পর নানা আলোচনা ও প্রত্যাশার পর ১৭ জুন ২০২৫ তারিখে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে তাসকিন মেহেদী তাজকে সভাপতি এবং ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মনির হোসেন সোহাগ, সহ-সভাপতি: তৌহিদ হোসেন, মোঃ তৈয়বুর রহমান, কাইয়ুম রহমান সুমন ও ইয়াসিন আরাফাত ডালিম
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মুহিব বিল্লাহ
যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুর শাকুর হৃদয়, শেখ রাজু, ইমরান হোসেন ও শামিম ওসমান জীবন, সাংগঠনিক সম্পাদক: শাকিল গাজী
কমিটির অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটায় আনন্দ ও আশাবাদ ব্যক্ত করেছেন ছাত্রদলের স্থানীয় বর্তমান ও সাবেক নেতাকর্মীরা। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।