অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের কুশুলিয়া’য় সম্পত্তি দখলে শ্লীলতাহানী ও হুমকি্র: থানায় অভিযোগ

কালিগঞ্জ প্রতিনিধি: পৈত্রিক সম্পত্তি জবরদখলের লক্ষে নারীর শ্লীলতাহানী, মারপিট ও নানাবিধ হুমকিতে থানায় অভিযোগ। বর্তমানে নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে আবুল কালাম তরফদার ও তার স্ত্রী নাছরিন খাতুন।

সরেজমিনে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের মোছাঃ নাছরিন খাতুন (৪৭) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তার পারিবারিক বসতভিটার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির মুখে তিনি বর্তমানে আতঙ্কে রয়েছেন।অভিযুক্তরা হলেন কাজী হালিম (৫০), মহাসিন তরফদার (৪২), মোঃ আজহারুল ইসলাম (৩৮), চাঁদ মিয়া (৪৭), মোছাঃ মুজিদা বেগম (৩৫) এবং আরও অজ্ঞাতনামা ৪/৫ জন। তারা সকলেই কুশুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

লিখিত অভিযোগে নাছরিন খাতুন জানান, তারা অত্যন্ত হিংস্র ও সম্পত্তি লোভী প্রকৃতির।বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করে আসছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (১৯ জুন সকাল ৯টা ৩০ মিনিটে) বিবাদীরা ধারালো অস্ত্র, লাঠি- সোঠা নিয়ে তার বাড়িতে এসে বসতভিটা দখলের চেষ্টা করে। এসময়ে তারা বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী নাছরিনকে ঘরথেকে টেনে হেঁছড়ে বাহির করে শ্লীলতাহানী ঘটায়। তাদের হীন কর্মকান্ডে বাঁধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধমকি এবং খুন-জখমের ভয় দেখায়। ভুক্তভোগী জানান, তার কোনো পুত্রসন্তান না থাকায় বিবাদীরা তাকে দুর্বল ভেবে দিনের পর দিন নির্যাতন করে আসছে। তিনি আশঙ্কা করছেন, যে কোনো সময় তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে।

বিষয়টি কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ মৃধা এ বিষয়ে জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা নেয়া হবে।তিনি থানার শরণাপন্ন হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ভুক্তভোগী পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *