১৩ বছর পরে আগুনে ভষ্মিভুত বাড়িতে ফিরেছেন জামায়াত নেতা মোশারাফ
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোশারাফ হোসেন দীর্ঘ ১৩ বছর পরে ফিরেছেন সন্ত্রাসীদের দেওয়া আগুনে ভষ্মিভুত আপন নীড়ে। ভঙ্গুর ঘরবাড়ি সংস্কার করে আবারও স্বপ্ন দেখছেন সহধর্মিণীকে নিয়ে পূর্বের ন্যায় সুখে শান্তিতে বসবাস করার। তবে আজও শাস্তির আওতায় আসেনি সেই সকল দুর্বৃত্ত আর অগ্নিসন্ত্রাসীরা। যারা দোকান ভর্তি মালামাল আর সাজানো গোছানো বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট করে আগুন ধরিয়ে দিয়ে সর্বশান্ত করেছিল তারা বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে আজও।
সরেজমিন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধূসুদনপুর গ্রামের শেখ আরশাদ আলী মেঝ পুত্র বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা শেখ মোশারাফ হোসেনের সাজানো গোছানো একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো চৌমুহনী বাজারে। দোকানে মালামাল ছিলো প্রায় ১৫ লক্ষ টাকার। ২০১৩ সালের ১৭ই ডিসেম্বর বিকেলে অত্র ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে আবু তালেব সরদার, হামজা সরদার, আসমত ডাক্তারের ছেলে শেখ আশেক ইকবাল পাপ্পি, শ্রীধরকাটি গ্রামের নেফু শেখের ছেলে শেখ সিদ্দিক, শেখ সাদেক ও শেখ রফিকুল, শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী গাজীর ছেলে মিজানুর ও শাহিনুর, পারুলগাছা গ্রামের রাশেদ ঢালীর ছেলে শাহ আলম ঢালী ও শাহাজান ঢালী, গনি মোড়লের ছেলে আফছার মোড়ল, নীলকন্ঠপুর গ্রামের বদরুদ্দীন সরদারের ছেলে খলিল সরদার, জলিল সরদার, নুরু সরদারের ছেলে সুমন সরদারসহ ৫০/৬০ জন এই তান্ডপ চালায়ে সর্বশান্ত করে। এখানেই খ্যান্ত হয়নি ঐসকল দুর্বৃত্ত আর এলাকার নামকরা মামলাবাজ, চাঁদাবাজ সন্ত্রাসীরা।
এতোএতো ক্ষয়ক্ষতি করার পরেও এই মোশারাফ হোসেনের বিরুদ্ধে হত্যা, পুলিশবাদীসহ ডজন মামলা দেয় আবু তালেব ও সিদ্দিক গং।
গত জুলাই আন্দোলনে পতিত হাসিনা সরকারের পলায়নে দীর্ঘ ১৩ বছর পর বাড়িতে ফিরে তিনি দেখছেন সেই সকল আগুন সন্ত্রাসী আর দুর্বৃত্তরা দিব্বি ঘুরে বেড়াছ্ছে স্বাভাবিক ভাবে। নেই কোনো অনুশোচনা কিংবা কৃত অপকর্মের ভয়।
ভুক্তভোগী শেখ মোশারাফ হোসেন জানান, স্বৈরাচার হাসিনা পালালেও আমারসহ চৌমুহনী বাজারে সতেরোটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করেছিলো, ১১টি বাড়িতে লুটপাট ও আগুন ধরিয়ে উল্লাস করেছিলো আজও তারা সামনের মাথায় ঘুরে বেড়াচ্ছে কাদের আশ্রয়ে আর কোন সাহসে? আমি উল্লেখযোগ্য এ সকল আগুন সন্ত্রাসীসহ উক্ত কর্মকান্ডে জড়িতদের শাস্তি চাই।

