অনলাইনঅপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে চিকিৎসা নিতে গেলেই পরীক্ষার বোঝা! ক্ষোভে ফুঁসছে জনগন

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার অধিকাংশ ক্লিনিক ও হাসপাতাল যেন চিকিৎসার চেয়ে পরীক্ষার ‘কারখানাতে পরিণত হয়েছে। সাধারণ রোগীদের অভিযোগ, সেখানে চিকিৎসা নিতে গেলে দায়িত্বরত ডাক্তাররা কোনো পূর্ণাঙ্গ পরামর্শ বা চিকিৎসা না দিয়ে একগাদা পরীক্ষা-নিরীক্ষা বিষয়ে লেখা কাগজ ধরিয়ে দেন। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শারীরিকভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। আর এ ঘটনা ঘটছে অধিকাংশ ক্লিনিক ও হাসপাতালে। এতে করে ক্ষোভে ফুসছে রোগী ও তার স্বজনরা।

রোগীরা জানান, সামান্য জ্বর, মাথাব্যথা বা হালকা অসুস্থতা নিয়েও ক্লিনিকে গেলে চিকিৎসক প্রথমেই বলেন, আগে পরীক্ষা করান, এরপর কোনও ওষুধ কিংবা রোগ সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয় না। এতে রোগী ও তাদের পরিবার পড়ছেন চরম দুশ্চিন্তায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার ওষুধ তো দেননি বরং বেশ কয়েকটা পরীক্ষা-নিরীক্ষার কাগজ ধরিয়ে দিলেন। এত খরচ গরিব মানুষ কীভাবে সামাল দেবে?

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর প্রশ্ন—যে ক্লিনিকের বিরুদ্ধে এমন গুরুতর অনিয়ম চলছে, সেখানে প্রশাসনের তদারকি কোথায়? তারা অবিলম্বে এসব বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রোগীদের কণ্ঠে একটাই অনুরোধ—চিকিৎসার নামে পরীক্ষার ব্যবসা নয়, আমরা চাই সঠিক চিকিৎসা ও ন্যায্য সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *