অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

ভোমরার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলা জেলার আমরা স্থলবন্দর এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ও সুধীজন বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করেছে।

সোমবার (৯ জুন) বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন খাদিজা খাতুন, শীলা খাতুন, মেঘলা খাতুন, আরাফাত হোসেন, সামিরা, মিলন হোসেন, আলামিন হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন “পারিবারিক মাদক সিন্ডিকেটের হোতা আরশাদ আলী (ভদু) এর ছেলে ফেন্সি শামীম ২৫ বোতল ভারতীয় মাদকসহ বিজিবির হাতে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হাজতে রয়েছে। স্থলবন্দর এলাকার এই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করায় জনমনে স্বস্তি ফিরেছে। তবে মাদক ব্যবসায়ী শামীম, তার পিতা, স্ত্রী ও সন্তানসহ এই পারিবারিক মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে করে আসছে।

জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন এলাকার সাধারণ মানুষের সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবর (৮ জুন) বিজিবির বিশেষ আভিযানিক দল ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

অনুসন্ধানে জানা যায়, ভোমরা সীমান্তের চিহ্নিত মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যদের মধ্যে জেলার শীর্ষ মাদক চোরাকারবারী ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আরশাদ আলী ওরফে ভদু। আরশাদ আলী ওরফে ভদুর ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), দুই মেয়ে ও জামাই এরা সবাই পেশাদার মাদক চোরাকারবারী।

এছাড়াও আরশাদ আলী ওরফে ভদু একাধিক মাদক মামলায় অভিযুক্ত হয়ে পুলিশের ভয়ে গত ৮ বছর ভারতে পালিয়ে থাকার পর ৩ বছর আগে দেশে ফিরে আসে। আরশাদ আলী ওরফে ভদু ও তার ছেলে শামীম (বিজিবি কর্তৃক ধৃত), তার মেয়ে আফরোজা পারভীন ওরফে লিপি খাতুন (৪১), পাপিয়া খাতুন এবং জামাই হালিম মাষ্টার পারিবারিক মাদক সিন্ডিকেট হিসেবে জেলায় পরিচিতি রয়েছে এবং আটককৃত মাদক ব্যবসায়ী শামীম এর পিতা মোঃ আরশাদ আলী ও বোনের বিরুদ্ধে ইতোপূর্বে সাতক্ষীরা সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

রবিবার ‘ফেন্সি শামীম’ নামে পরিচিত কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে বিজিবি কর্তৃক আটকের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও সুধীজন উচ্ছাস প্রকাশ করেন। পরবর্তীতে এলাকাবাসী ও সুধীজন বিজিবির এরুপ সমাজ হিতৈষী কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে আজ সোমবার ভোমরা স্থলবন্দর এলাকায় এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বিজিবিকে অভিনন্দন জানিয়ে মানববন্ধন করে। এ সময়ে উপস্থিত লোকজনের হাতে থাকা ব্যানারে বিজিবির এরুপ কর্মকান্ড অব্যাহত রাখা ও সাধারণ মানুষের পাশে থাকার কথা লেখাও প্রদর্শিত হয়।

জেলার শীর্ষ এই পারিবারিক মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে বিজিবিসহ সকল আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকলে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব বলে সাতক্ষীরার সমাজ সচেতন মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *