সদরসাতক্ষীরা জেলা

ধুলিহরের সাংবাদিক আব্দুল মাজেদ আর নেই

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা ব্রহ্মরাজপুর বি.ডি.এফ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সাতক্ষীরা সকালের সাংবাদিক আব্দুল মাজেদ ডাবলু(৪০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন।মৃত্যুকালে ভাই বোন মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান ।

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর গ্রামের মৃত্যু হোসেন আলী সরদারের ছোট ছেলে আব্দুল মাজেদ ডাবলু।
গত ৪ জুন রাতে ব্রেন স্ট্রোক করে সাতক্ষীরা সিবি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরে ভর্তি হয়। আজ রাত০৯.৩০ মিনিটের সময় তিনি মৃত্যুবরণ করেন।

বি.ডি.এফ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও ইউপি সদস্য আরশাদ আলী জানান, আব্দুল মাজেদ ছিলেন একজন সুশিক্ষিত মেধাবী, সাংবাদিক, তার মৃত্যুতে বি.ডি.এফ প্রেস ক্লাবের একজন দক্ষ সাংবাদিকে হারালাম। আব্দুল মাজেদ তিনি ছিলেন একজন সমাজকর্মী ক্রীড়াবিদ ও ব্যবসায়ী ।

ভালুকাচাঁদপুর বন্ধন সমবায় সমিতির লিমিটেড সাধারণ সম্পাদক ও ভালুকা চাঁদপুর আই.পি.এম ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাতক্ষীরা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক সমাজ শোকাহত।

শনিবার ৭ জুন ভালুকা চাঁদপুর উত্তরপাড়া ঈদগাহ্ ময়দানে সকাল ৭ টার সময় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *