সাতক্ষীরা পলাশপোল স্কুলের ১০ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পন্ড
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা শহরের পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
রবিবার (২৫ মে ২০২৫) দুপুরে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার ১৭ বছরের এক কিশোরীকে পারিবারিক সিদ্ধান্তে বাল্যবিবাহের আয়োজন করে।
গোপন তথ্যের ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে আজ দুপুরে মহিলা বিষয়ক, বাংলাদেশ পুলিশ, সমাজসেবা অধিদপ্তর কনের বাবার বাড়িতে গিয়ে বাল্যবিবাহ নিরোধ আইনে এই বিবাহটি বন্ধ করে।
গত সপ্তাহে এই কিশোরী শিক্ষার্থীর পরিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলায় সখিপুর ইউনিয়নের ঈদগাঁ বাজারে গ্রামের আব্দুল্লাহ সাথে বিবাহের সিদ্ধান্ত নিয়ে ঐ ছাত্রীর স্কুল যাওয়া বন্ধ করে দেয়। ইতিপূর্বে স্কুলে অনুপস্থিত থাকায় শিক্ষক খোঁজ নিতে বাড়িতে গেলে ছাত্রী অসুস্থ বলে শিক্ষকে চলে যেতে বলে তার পরিবার!
গতকাল বিকেলে গোপনে এই কন্যার গায়ে হলুদ অনুষ্ঠান হয়।
রবিবার (২৫ মে) দুপুরে ওই কিশোরী ছাত্রীর বিবাহ আয়োজন করায় মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের সুপারভাইজার, সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ও শহরের কাটিয়া ফাঁড়ি ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তখন পর্যন্ত ছেলে পক্ষ বিবাহ অনুষ্ঠানে পৌঁছায়নি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মেয়ের পরিবারকে বুঝিয়ে বলা হয়েছে এবং তারা তাদের ভুল বুঝতে পেরে মুচলেকা দিয়েছে।