শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার এ করিম বালিকা বিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক সেমিনার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয় কর্তৃক স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে), দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর উপর আলোকপাত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলার কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপঙ্কর দত্ত। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষকমন্ডলী।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার আইন, ভেজাল খাদ্য ও পণ্য চিহ্নিত করার উপায়, ন্যায্য দামে পণ্য ক্রয় করার কৌশল এবং কোনো প্রকার প্রতারণার শিকার হলে প্রমানক সংরক্ষণ ও অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

সেমিনারের শেষে প্রশ্ন উত্তর প্রতিযোগিতা ও বিজয়ী ৩ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।

অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী লিফলেট, বুকলেট, ভিজিটিং কার্ড, পেন, পেন্সিল ও স্কেল সরবরাহ করা হয়।

উক্ত সেমিনার ও কুইজ পরিচালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *