অনলাইনকালিগঞ্জজাতীয়সাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এস,এম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলী স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছে ৭৮ বছর। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুলিয়া দুর্গাপুর গ্রামের মৃত শেখ ওসিমউদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। সর্বশেষ গত ১৩ মে মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও স্ত্রীসহ অসংখ্য রেখে গেছেন।

বৃহস্পতিবার বেলা ১ টায় মহৎপুর ঈদগাহ ময়দানে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জোহরবাদ মাওলানা গোলাম মোস্তফার ইমামতিতে জানাজা নামাজ শেষে মহৎপুর সরকারি গোরস্থানে মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলীর দাফন সম্পন্ন হয়েছে।

এ সময় কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, ইউপি সদস্য শেখ শাহিদুর রহমান বাবু, আবু মুসা, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার শেখ ওজিয়ার রহমান, সাবেক অর্থ কমান্ডার আলহাজ্ব শেখ আব্দুর রউফসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক সুধী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শেখ আকবর আলী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের অধীনে ভারতে প্রশিক্ষণ শেষে যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কালিগঞ্জের দুদলি ও দেবহাটার টাউন শ্রীপুরসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *