অনলাইনঅপরাধআইন আদালতসদরসাতক্ষীরা জেলা

আদালতের আদেশ অমান্য করে ক্রয়কৃত জমিতে লাল ফ্লাগ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদরের ধুলিহরে রেজি: কোবলা দলিল মুলে ক্রয়কৃত জমির উপর দিয়ে সাতক্ষীরার বিজ্ঞ সদর সহকারী জজ আদালতের আদেশ অমান্য করে একটি বিশেষ মহলের ইন্ধনে প্রকৃত খালের জমি বাদ দিয়ে ওই জমির মধ্যে দিয়ে বেআইনি ভাবে খালখননের জন্য সম্প্রতি লাল পতাকা উত্তোলন করার প্রতিবাদে ১৫মে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন জাহানাবাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ লিয়াকত আলী সরদার।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি জানান -আমি ধুলিহর মৌজার- ধুলিহর গ্রামের এস.এ ১ নং খতিয়ান যাহা খরিদ সূত্রে ১/৪ নং খতিয়ানে লিখিত ১২৪০২ দাগের ১.০০ একর জমি। যার উত্তরে- খাল, দক্ষিনে- সুভাষ পাড়ুই দিং, পূর্বে- কেতাবদী এবং পশ্চিমে- আব্বাছ দিং এর জমি আছে। আমার জমির বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে সাতক্ষীরার জেলা প্রশাসক, অতি: জেলা প্রশাসক রাজস্ব, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি (সদর) ও ধুলিহর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে আদালতের রায় অনুযায়ী আমার ক্রয়কৃত সম্পত্তি রক্ষা করার জন্য আইনগত প্রতিকার চেয়ে ৪৮ ঘন্টার মধ্যে বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে। আমার জমির বিষয়ে ইতোপূর্বে কলারোয়া সহকারী জজ আদালতের দেং- ৪৪/২০০৩ নং মোকদ্দমা যাহা বদলী সূত্রে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ১১৬/২০১১ নং মোকদ্দমায় উক্ত বিবাদীদের বিরুদ্ধে বিগত ইং ২৭/০৭/২০১১ তারিখে রায় ও গত ইং ০২/০৮/২০১১ তারিখের স্বাক্ষরিত ডিক্রী প্রাপ্ত হয়েছি। উক্ত ডিক্রী দ্বারা বিবাদীরা বর্ণিত ১.০০ একর জমিতে বে-আইনী বা অন্যায় ভাবে মাটি কাটা, নালিশী জমির আকার আকৃতি নষ্ট করা এবং আমার স্বত্বদখলে বিঘ্ন সৃষ্টি করা সংক্রান্ত বিষয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী দ্বারা বারিত করা হয়েছে।এরপর উক্ত বিবাদীরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষ উপরোক্ত রায় ও ডিক্রী দ্বারা সংক্ষুদ্ধ হইয়া দেং- আঃ ৫১/২০১৩ নং মোকদ্দমা আনায়ন করেন। যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত, সাতক্ষীরার বিজ্ঞ বিচারক মোঃ মোকলেছুর রহমান কর্তৃক ইং ০১/০৪/২০১৮ তারিখের রায় ও ডিক্রী ইং ০৫/০৪/২০১৮ তারিখের স্বাক্ষরিত ডিক্রী দ্বারা উক্ত দেং- আঃ-৫১/২০১৩ মোকদ্দমাটি না মঞ্জুর পূর্বক নিম্ন আদালতের দেং- ১১৬/১১ নং মোকদ্দমার বিগত ইং ২৭/০৭/২০১১ তারিখের রায় ও ডিক্রী,যাহা ডিক্রীটি ইং ০২/০৮/২০১১ তারিখে সাক্ষরিত বহাল রাখা হয়।

বিবাদীরা এরপর সরকার পক্ষ উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে কোন প্রকার কোন স্থগিত আদেশ কিংবা ভিন্নরূপ কিছু পদক্ষেপ গ্রহন করেন নাই। বিধায় বিবাদীদের বিরুদ্ধে তপশীল বর্ণিত ভূমি সংক্রান্ত পূর্ব বর্নিত প্রকারে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রী বহাল ও বলবৎ আছে। এক্ষনে বিগত ইং ১২/০৫/২০২৫ তারিখে বিবাদীদের পক্ষে ধুলিহর ইউনিয়ন সহকারী কর্মকর্তা মোঃ মোস্তফা মনিরুজ্জামান কতৃক আমার ডিক্রী প্রাপ্ত ভূমির অভ্যন্তরে মাটি কাটিয়া গর্ত খুড়িবার উদ্দেশ্যে লাল ফ্লাগ পুতিয়া সীমানা চিহ্নিত করেছেন। যা সম্পূর্ণ অন্যায় ও অনধিকার মূলক এবং উক্ত রূপ কার্যাদি বিজ্ঞ বিচারক জনাব জাহান নিম্নী বিজ্ঞ সহকারী জজ কর্তৃক দেং- ১১৬/১১ নং মোকদ্দমায় প্রদত্ত ইং ২৭/০৭/২০১১ তারিখে রায় ও ইং ০২/০৮/২০১১ তারিখের স্বাক্ষরিত ডিক্রীর প্রতি ইচ্ছাকৃত অসম্মান প্রদর্শন, অবমাননা ও লঙ্ঘন এর সামিল।সুতরাং আমার ক্রয়কৃত জমি রক্ষার্থে আদালতের আদেশ মোতাবেক সঠিক তথ্য প্রমানসহ সরকারি জমির উপর দিয়ে খাল খনন করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোঃ শওকাত আলী সরদার,মকবুলার রহমান, মোঃ রবিউল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *