শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রদল এবং এর আওতাধীন কলেজ, পৌর ও উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ মে) বিকেলে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘শাহরিয়ার আলম সাম্য ছিলেন মেধাবী ও সাহসী ছাত্রনেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকেএম আবু রায়হান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদ মাহমুদ, ইমরান হোসেন রাজা, তুহিনুর রহমান তুহিন, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রিপন, সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন, সোহেল হেদায়েত কবির হৃদয়, ইকবাল হোসেন ছোট, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হেলাল হোসেন, নাহিদ, পলিটেকনিক কলেজ ছাত্রদলের নেতা অর্ক, আব্দুল্লাহ, জিসান, নগরঘাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পলাশ, ছাত্রদল নেতা জুয়েল রানা, সোহান, শহীদসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার একের পর এক গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, গ্রেফতার ও হত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু কোনো চাপেই ছাত্রদলের আন্দোলন থেমে থাকবে না। বিক্ষোভ শেষে শহীদ সাম্যের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।