শার্শা সীমান্তে ৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্য জব্দ
হাসানূল কবীর, শার্শা: যশোরের শার্শা সীমান্ত থেকে ভারতীয় মদ, ফেন্সিডিল, শাড়ি, জিরা, চকলেট, বিভিন্ন খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (১৪ মে) ৪৯ বিজিবি কাশিপুর, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দল উক্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে। জব্দকৃত মালামালের বাজার মূল্য ৬ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা। সীমান্ত এলাকায় বিজিবি’র এধরণের অভিযান অব্যাহত থাকবে।