তালায় অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট ও ৬ হাজার টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি, তালা: সাতক্ষীরার তালায় নির্ধারিত সময়সীমার আগে অপরিপক্ষ হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ১১ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ মে) দুপুরে উপজেলার তালা সদর ইউনিয়নের বারুইহাটি এলাকা থেকে আম জব্দ করা হয়।
পরে তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জনসম্মুখে এসব অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট করেন এবং একইসাথে এক আম ব্যবসায়ী তৈবুর মোড়লকে ৬ হাজার টাকা জরিমানা করেন।
জানা যায়, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সাতক্ষীরা জেলার আম পাড়ার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে থেকে হিমসাগর আম বাজারজাত করার কথা। কিন্তু কিছু অসাধু৷ আম ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক হিমসাগর আম বাজারজাত শুরু করেছে।
তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নিদিষ্ট সময়ের আগে অপরিপক্ক আম বাজারজাত করার সুযোগ নেই। কিছু অসাধু ব্যবসায়ী অধিকতর লাভের আশায় অপরিপক্ক আম বিক্রির জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে। বুধবার ১১ ক্যারেট হিমসাগর আম আটক করে বিনষ্ট এবং ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।