কালিগঞ্জে জমি দখলে ব্যর্থ হয়ে কৃষকের বিরুদ্ধে মিথ্যাচার!
শহর প্রতিনিধি: অবৈধভাবে অন্যের জমি দখলে ব্যর্থ হয়ে নিরীহ কৃষকের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রউফ। তিনি পেশায় একজন কৃষক।
বুধবার ১৪ মে দুপুরে ‘সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব’ এর হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আব্দুর রউফ অভিযোগ করেন, অশোক গংয়ের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। আব্দুর রউফের ভাগের সম্পত্তি দখলের ষড়যন্ত্র করে যাচ্ছে। অশোক কুমার সরকার জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যাচার করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আব্দুর রউফ।