অপরাধআইন আদালতআশাশুনিসাতক্ষীরা জেলা

আশাশুনিতে মৎস্য ঘের জবর দখলের চেষ্টার অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার: আশাশুনিতে মৎস্য ঘের জবর দখলের চেষ্টা, ঘুনিপাটা ভাংচুর, বাঁধ কেটে ক্ষতিসাধন ও ৫জন আহত হওয়ার ঘটনায় বিজ্ঞ আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত ঘটনা তদন্তের আদেশ, শান্তি-শৃংখলা বজায় রাখতে এবং ২য় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

মামলার আরজি সূত্র ও বাদী পক্ষ জানান, তাদের ঝিকরা মৌজায় মালিবুনিয়া নামক বিলে কোবলা ও ডিডকৃত জমির মৎস্য ঘের রয়েছে। যা ১২বছরের অধিককাল ভোগ দখল করে আসছে। বিবাদী একই গ্রামের শরিফুল মোড়ল, আরিফুল মোড়ল, সাইফুল মোড়ল, নজরুল মোড়লসহ অজ্ঞাতনামা ৫/৬ ব্যক্তি ঘেরটি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। ঘেরের পাশে বাদী তাছলিমা খাতুনের আপন চাচাত ভাই রেজাউল মোড়লের মৎস্য ঘের আছে। বাদীর দেবর রেজাউলের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আছে। গত ১১ মে রাত্র ১১:৪৫টার দিকে বিবাদীরা দা কোদাল শাবল লোহার রড নিয়ে ঘেরে অনাধিকার প্রবেশ করে ঘুনি পাটা ভাংচুর ও বাঁধ কেটে ৫০হাজার টাকার ক্ষতিসাধন করে। এবং ঘেরের বাগদা, গলদাসহ বিভিন্ন প্রজাতির মাছ পাশের ঘেরের সাথে মিশিয়ে দেয়। বাদী ও বাদীর স্বামী কারন জিজ্ঞাসা করলে অকথ্য ভাষায় গালিগালাজ, জীবননাশের হুমকী ও হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে যায়। স্বাক্ষীরা ঘটনাস্থলে ছুটে আসলে তারা পালিয়ে যায়। বাদী পক্ষ উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে রয়েছে। শরিফুল দিংদের সাথে ২০২৩ সাল থেকে এই ঘের কেন্দ্রিক ঝামেলা চলে আসছে। স্থানীয় ও থানা পুলিশ পর্যায়ে একাধিকবার বসাবসি হলেও বুবাদীরা শালিস মানেনি বলে জানাগেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরায় পি-৮২৬/২৫ নং মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিকে জমির দখল বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রদান, ওসি আশাশুনিকে শান্তিশৃংখলা বজায় রাখতে এবং ২য় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে আদেশ দিয়েছেন।

অপরদিকে পাশের ঘের মালিক রেজাউল মোড়ল বাদী হয়ে উপরোক্ত বিবাদীসহ রুস্তম মোড়ল ও আয়ুব মোড়লকে আসামী করে বিজ্ঞ আমলী ০৮নং আদালত সাতক্ষীরায় পৃথক মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত পিবআইকে তদন্তের আদেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *